নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে সঙ্গে নিয়ে এদিন দুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ, অর্থাত্‍ নির্দিষ্ট সময়ের আগেই মনোনয়ন পত্র জমা দেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবার নন্দীগ্রামের অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়ে প্রথমে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। তা সেরে দলের সমর্থকদের নিয়ে মিছিল করে হেলিকপ্টারে করে হলদিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।। হলদিয়ায় এদিন বিশাল মিছিল করে মহকুমা শাসকের দফতের যান মমতা। এদিন হলদিয়ায় ব্যাপক ভিড় হয়। তৃণমূল কর্মীরা তো ছিলেনই। সেইসঙ্গে স্থানীয় মানুষরাও ভিড় জমান। তার আগে নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরের সামনে বিশাল জন সমাগম হয় এদিন। পথের দুধারে বহু মানুষ মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য ভিড় জমান। দলীয় কর্মীরা হরিনাম সংকীর্তনের দল নিয়ে রাস্তায় মিছিল করেন। মন্দিরে পুজো দিয়ে হলদিয়ায় চলে যান মমতা। সেখানে দুপুরে মনোনয়ন পেশ করেন তিনি।

error: Content is protected !!