লালার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ সুপ্রিমকোর্টে
আন্তঃরাজ্য পাচারে জড়িত লালা। একাধিক রাজ্যের মধ্যে ছড়িয়ে কয়লা পাচারের নেটওয়ার্ক। এই যুক্তিতেই আজ অনুপ মাঝি ওরফে লালার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট।সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। কয়লাকাণ্ডের তদন্তে কার্যত সিবিআইয়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সেই FIR খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় সিঙ্গল বেঞ্চে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কয়লাকাণ্ডে তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই। তদন্ত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে, যে জায়গা রেলের আওতাধীন নয়, সেখানে তল্লাশি করতে গেলে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক। যদিও রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকায় থাকা কোনও ব্যক্তিকে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সমন পাঠানোর জন্য অনুমতি নিতে হবে না। এরপর সেই মামলা গড়ায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারি করে সিবিআইকে রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকাতেও তল্লাশির অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে মামলা করেছে কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। সেইসঙ্গে তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদনও জানিয়েছিল লালা।