হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী

কলকাতাঃ আজ সন্ধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন৷ কিন্তু মুখ্যমন্ত্রীর বারংবার অনুরোধেই শেষ পর্যন্ত তাঁকে বাড়ি ফেরার অনুমতি দিতে একরকম বাধ্য হলেন চিকিৎসকরা৷ তবে বাড়ি ফিরলেও আপাতত কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে। বাড়িতে গিয়ে এখন বিশ্রামেই থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। তবে সাত দিন পর আবার চেকআপে আসতে হবে।। আজ হাসপাতাল থেকে হুইলচেয়ারে বেরিয়ে গাড়িতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই জানা গিয়েছিল, গত রাতে ভাল ঘুম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি নিজেও চিকিত্‍সকদের সঙ্গে কথা বলেছেন। চিকিত্‍সকরা শারীরিক পরীক্ষা করে দেখেন, পায়ের ফোলা কিছুটা কমলেও এখনও কিছুটা ব্যথা রয়েছে। ঘাড়, কাঁধ, কবজির ব্যথারও খানিক নিরসন হয়েছে। সামগ্রিক পরীক্ষার ফলাফল দেখেই তাঁকে এদিন বাড়ি ফেরার অনুমতি দেন চিকিত্‍সকদের বিশেষ দল। ফিরহাদ হাকিম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী। তবে হুইলচেয়ারে বসার জন্য তাঁকে বিশেষ জুতো পরার পরামর্শ দেওয়া হলেও মুখ্যমন্ত্রী নাকি চপ্পলই পরতে চেয়েছিলেন। সেই কারণে তাঁর জন্য বিশেষ চটি তৈরি হয়েছে। আঘাত পাওয়া স্থানে যাতে যন্ত্রণা না হয়, সেভাবেই তৈরি এই চটি।

error: Content is protected !!