রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দজী মহারাজ প্রয়াত

রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দজী মহারাজের জীবনাবসান হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন স্বামী বাগীশানন্দজী মহারাজ। রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রাত ১০টা থেকে আগামীকাল সকাল সাড়ে ৮টা অবধি কাশীপুর উদ্যানবাটিতে শায়িত থাকবে এই প্রবীণ সন্ন্যাসীর দেহ। তারপর বেলুড় মঠে নিয়ে আসা হবে এবং সংস্কৃতি ভবনে শায়িত থাকবে। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে রাত ৮টা অবধি প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্ত ও অনুরাগীরা। 

error: Content is protected !!