নন্দীগ্রামকাণ্ডের জের, অপসারিত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক (ওএসডি)

নন্দীগ্রামকাণ্ডের জেরে অপসারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে। তিনি ছিলেন মুখ্যমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি)। গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেদিনই তিনি অভিযোগ করেছিলেন,’ষড়যন্ত্র করে তাঁকে ধাক্কা দিয়েছিল কয়েকজন। গাড়ির দরজা চেপে যায় পায়ে।’ ওই ঘটনার পর জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। বিশেষ পুলিস পর্যবেক্ষক রিপোর্ট পাঠিয়েছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি ছিল বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। এর পাশাপাশি অশোক চক্রবর্তীর বিরুদ্ধে কমিশনে নালিশ করেছিলেন শুভেন্দু অধিকারীও। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। সব খতিয়ে দেখার পর অশোকের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। 

error: Content is protected !!