এবার করোনা আক্রান্ত কলকাতার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

এবার করোনা থাবা বসালো কলকাতার মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের শরীরে। মেয়রের অফিসের আরও দু’জনের শরীরে মিলেছে করোনার জীবাণু।  জানা গিয়েছে, বুধবার থেকেই জ্বর-সহ করোনার উপসর্গ দেখা দেয় কলকাতার মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের। ঝুঁকি না নিয়ে পরীক্ষা করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রিপোর্ট আসতেই জানা যায়, তিনি করোনা আক্রান্ত। এদিনই করোনা আক্রান্ত হয়েছেন মেয়রের অফিসের আরও এক কর্মী। ফলে মেয়রের অফিসে সংক্রমিতদের সংখ্যা বেড়ে হল দুই। এই ঘটনা ক্রমশ বাড়াচ্ছে ভয়। এদিকে পুরসভার আরও ৫ কর্মীর শরীরে মারণ করোনা থাবা বসিয়েছে বলে খবর।