‘কৃষক আন্দোলন-পন্থীদের বাড়িতে এজেন্সি পাঠাচ্ছেন মোদি’, অনুরাগ-তাপসিদের সমর্থনে সরব রাহুল
কৃষক আন্দোলনের সমর্থনে যারাই কথা বলছে, তাঁদের কণ্ঠরোধের চেষ্টা করছে মোদি সরকার। বৃহস্পতিবার এই অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার প্রায় ১০ ঘণ্টা আয়কর অভিযান চলেছে অনুরাগ কাশ্যপ আর তাপসী পান্নুর বাড়ি-অফিসে। কাশ্যপের প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মসেও হানা দিয়েছিল এই কেন্দ্রীয় সংস্থা। আয়কর ফাঁকির অভিযোগে এই অভিযান বলে আয়কর দফতর সূত্রে খবর। তারপর দিনেই সরব হলেন রাহুল গান্ধী। যদিও বুধবার অবস্থান স্পষ্ট করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেছেন, ‘সংস্থার কাছে খবর থাকলেই তারা অভিযান চালায়। এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে সরকারের কোনও প্রভাব নেই।‘ কিন্তু বেছে বেছে মোদী সরকারের ঘোর দুই সমালোচকের বাড়িতে কেন আয়কর হানা? সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। এদিন রাহুল ট্যুইটে লেখেন, ‘কৃষক আন্দোলন-পন্থীদের বাড়িতে হানাদার পাঠাচ্ছে মোদি। কেন্দ্রের তালে তাল মেলাচ্ছে আয়কর দফতর।‘