রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন জিতেন্দ্র তিওয়ারি

রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তিনি। রাজ্যপালকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছাও জানান । দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয়। ২ দিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন জিতেন্দ্র তিওয়ারি । যোগদানের পরে এখনও তিনি আসানসোলে ফেরেননি ।এরই মাঝে আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র। এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ । তিনি বিদ্বান এবং সজ্জন ব্যক্তি ৷ আমার বিধায়ক কার্যকাল পাঁচ বছর পূর্ণ হল। সেই কারণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলাম। তৃণমূলে থাকার সময় একাধিকবার জগদীপ ধনকড়কে নিয়ে সমালোচনা করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। ফলে বিজেপিতে যোগদানের পর রাজ্যপালের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ দেখে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতারা ।

error: Content is protected !!