বাঁকুড়ায় প্রচারে আসছেন মোদি-শাহ-যোগী, প্রচারে কোনও ফাঁক রাখতে নারাজ গেরুয়া শিবির

রাজ্যে ফের প্রচার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সঙ্গে রয়েছে অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আজ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার শীর্ষ নেতৃত্বের কর্মসূচির কথা জানিয়েছেন ৷ নির্বাচনী প্রচারে কোনও ফাঁক রাখতে নারাজ বিজেপি ৷ সেই মতো শীর্ষ নেতৃত্বদের দফায় দফায় উড়িয়ে নিয়ে আসছে রাজ্য বিজেপি ৷ সেই তালিকায় পূর্ব ঘোষণা অনুযায়ী, ১৮ মার্চ পুরুলিয়ায় এবং তার পরপরই কাঁথিতে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই তালিকায় যোগ হল আরও একটি জেলার সফর ৷ ২১ মার্চ বাঁকুড়ায় প্রচারে আসছেন নরেন্দ্র মোদি ৷ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার প্রধানমন্ত্রীর সফরের কথা নিশ্চিত করেছেন ৷তবে, শুধু প্রধানমন্ত্রী নন ৷ প্রচারকের তালিকা রয়েছেন অমিত শাহ, যোগী আদিত্যনাথরাও ৷ ১৫ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় জনসভা করবেন ৷ ১৬ মার্চ আসছেন যোগী আদিত্যনাথ এবং ১৭ মার্চ জনসভা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷

error: Content is protected !!