‘স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি না করে প্রদীপ জ্বালানো আর হাততালি’, মোদি সরকারকে তুলোধোনা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর

করোনামোকাবিলায় কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে তুমুল বিষোদগার করলেন অর্থমন্ত্রীর স্বামী পারাকালা প্রভাকর। ক্ষোভপ্রকাশ করে তিনি বলেছেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোর উন্নতি না করে আমরা প্রদীপ জ্বালিয়েছি আর হাততালি দিয়েছি।’ করোনার দুঃসময়ে দুঃস্থদের সাহায্য না করে সরকার শুধু চমক আর চটক দিয়ে সংবাদে শিরোনামে থাকতে ব্যস্ত ছিল।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রভাকর নিজে একজন নামী অর্থনীতিবিদ। বছরখানেক আগেও কেন্দ্রের অর্থনৈতিক পলিসি নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। এবার নিজের ইউটিউব চ্যানেলে কোভিড মোকাবিলায় ব্যর্থতার প্রসঙ্গ তুললেন তিনি। নির্মলার স্বামী বলেন, সরকার সমস্ত কঠিন প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের দায়িত্বপূর্ণ এবং গঠনমূলক প্রস্তাবের এত রুক্ষ প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যে বোঝাই যায়, সরকার কোনও কূলকিনারা পাচ্ছে না।
প্রভাকর আরও বলেন, লকডাউন করোনার সমস্যার সমাধান নয়, সমাধান হল টিকাকরণ। লকডাউনের সময়টা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা যেত। তা নয় করে দেশের শক্তিক্ষয় হল প্রদীপ জ্বালিয়ে, হাততালি দিয়ে। দুঃস্থদের আর্থিক প্যাকেজ না দিয়ে শুধু চটকদার বিবৃতি দেওয়া হল। পরিযায়ী শ্রমিকদের করুণ পরিস্থিতি বলে দেয় সরকার কতটা নিষ্ঠুর।      

error: Content is protected !!