মোদি-শাহকে বড় ধাক্কা মমতার, তৃণমূলে যোগ দিয়ে বললেন প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিনহা

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা ৷ আজ তৃণমূল ভবন থেকে যশবন্ত বাবু তৃণমূলে যোগ দেন৷ তৃণমূলে যোগ দিয়েই মোদিকে আক্রমণ শানলেন দেশের প্রাক্তন অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিনহা। এদিন কালিঘাটে তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে প্রায় ৪৫ মিনিট কথা বলে তারপর তপসিয়ায় তৃণমূল ভবনে এসে যোগদান করেন যশবন্ত সিনহা। সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, সাংসদ ডেরেক’ও ব্রায়েন ও সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। আর যোগদান করেই তিনি একদিকে যেমন মোদি ও বিজেপিকে আক্রমণ শানলেন তেমনি তুলে আনলেন মমতার রাজনৈতিক বিচক্ষণতা ও দেশের প্রতি তাঁর ভালবাসাও। বাজপেয়ী আমল আর এখনের মধ্যে অনেক তফাৎ। মনে করিয়ে দিলেন বাজপেয়ীর জমানায় কান্দাহার বিমান হাইজ্যাক কাণ্ড ও সেই সময় কেন্দ্রিয়মন্ত্রী হিসাবে মমতার সাহসী সিদ্ধান্তকে। সঙ্গে এটাও বলে দিলেন, বাংলার এই নির্বাচন নিছক বিধানসভার লড়াই নয়। এই লড়াই দেশের জন্যও গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে রক্ষা করার ক্ষেত্রে এই লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে মমতার পাশে থাকাও তাই সকলের একান্ত কর্তব্য। মমতা ফাইটার, বাংলায় বিজেপির হার নিশ্চিত। মোদি-অমিত শাহ জুটিকে কেউ চাইছে না। তিনি এও বলেন, বিজেপির পুরোনো সাথীরা সকলেই দল ছেড়ে চলে গিয়েছেন। শিবসেনা, অকালি দল, বিজেডি সকলেই হাত ছেড়েছে। কারণ এখন বিজেপির সঙ্গে চলা যায় না। স্বেচ্ছাচার চালাচ্ছে মোদি সরকার। গণতন্ত্র বাঁচাতে এখনই একযোগে এই সরকারের বিরুদ্ধে লড়াই চালানো প্রয়োজন।

error: Content is protected !!