
বাংলায় এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত
আজ রাজ্যে এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত ৷ সকাল ১০টা নাগাদ কলকাতায় পৌঁছান তিনি ৷ নন্দীগ্রামে যাবেন৷ নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবার নির্বাচনকে পাখির চোখ করেছেন কৃষকরা ৷ যে রাজ্যগুলিতে নির্বাচন হবে সেখানে সেখানে মহাপঞ্চায়েতের আয়োজন করছেন বিক্ষোভরত কৃষকরা ৷ সেই উপলক্ষে আজ রাজ্যে এলেন রাকেশ টিকাইত৷ নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি৷ তবে মোদির বিরোধিতা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই বিষয়ে জানা যায়নি৷ আজ রাজ্যে এলেন সংযুক্ত কৃষক মোর্চার নেতা রাকেশ টিকাইত৷ সকাল ১০টা নাগাদ কলকাতায় পৌঁছান তিনি৷ নন্দীগ্রামে যাবেন ৷ নয়া তিন কৃষি আইনের বিরোধিতায় এবার নির্বাচনকে পাখির চোখ করেছেন কৃষকরা ৷ যে রাজ্যগুলিতে নির্বাচন হবে সেখানে সেখানে মহাপঞ্চায়েতের আয়োজন করছেন বিক্ষোভরত কৃষকরা ৷ সেই উপলক্ষে আজ রাজ্যে এলেন রাকেশ টিকাইত ৷ নন্দীগ্রামে গিয়ে কৃষকদের সঙ্গে দেখা করবেন তিনি৷ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ টিকাইত বলেন, “আমরা কৃষকদের সমর্থন করব ৷ যাঁরা কৃষকদের পাশে আছেন, তাঁদের সঙ্গে কথা বলব৷” মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন কি না সেই প্রসঙ্গ এড়িয়ে বলেন, “আগে কৃষকদের সঙ্গে দেখা করব৷ দেশের কৃষকদের বরবাদ করে দিয়েছে কেন্দ্র৷ প্রধানমন্ত্রী যে রাজনীতি করছেন, কৃষকদের ক্ষতি করছেন সেই বিষয়ে আমরা এখানকার কৃষকদের জানাব৷ যাতে এই পরিস্থিতিতে পড়তে না হয় তার জন্য সারা দেশে বেরিয়েছি।”