‘টাইগার থ্রি’ ফিরছেন রণবীর শোরে

ফের একবার পর্দায় ফিরছেন রণবীর শোরে। সৌজন্যে, ‘টাইগার থ্রি’। টাইগার জিন্দা হ্যায়’-তে সলমন খানের বন্ধু ‘গোপী’-র ভূমিকায় দেখা গিয়েছিল রণবীরকে। ভারতীয় গুপ্তচর সংস্থার এজেন্ট হিসাবে দেখা গিয়েছে ‘গোপী’ রণবীর শোরেকে। কমেডির মোড়কে তৈরি এই চরিত্র নজর কেড়েছিল। এবারও তিনি থাকছেন। ছবিটির পরিচালনা করছেন মণীশ শর্মা। গত মার্চ থেকেই শুরু হয়ে গিয়েছে ‘টাইগার থ্রি’-র শ্যুটিং। ইস্তানবুল ও দুবাইতে ছবির একটা বড় অংশের শ্যুট হবে বলে জানিয়েছেন পরিচালক। আগামী সপ্তাহে আন্ধেরির যশ রাজ স্টুডিওতে শ্যুটিং শুরু করবেন রণবীর শোরে। তাঁকে ফিরিয়ে আনতে মূল ভূমিকা নিয়েছেন ‘টাইগার’-এর প্রযোজক আদিত্য চোপড়া ও  জয়দীপ সাহানি। জানা যাচ্ছে, কমেডি দৃশ্যের সঙ্গে অ্যাকশন সিকুয়েন্সরও শ্যুটিং করবেন সলমন ও রণবীর শোরে। এছাড়াও ‘টাইগার’ সিরিজের এই ছবিতে দেখা যাবে ইমরান হাশমিকে। 

error: Content is protected !!