সারদা কাণ্ডে এবার মুম্বইতে সিবিআইয়ের তল্লাশি

বঙ্গে নির্বাচন কাছে আসতেই নতুন করে সারদা তদন্তে গতি এসেছে। একের পর এক প্রভাবশালীদের তলব করা হচ্ছে। এবার মুম্বইতে ৬টি জায়গায় তল্লাশি চালানো হল। সারদা তদন্তের সঙ্গে যোগ থাকার সূত্রেই এই ছয় জায়গায় তল্লাশি চালানো হল সোমবার। এর মধ্য ৩ সেবি আধিকারিকের বাড় ও অফিসেও তল্লাশি চালানো হয়েছে। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত কলকাতা অফিসে কর্তব্যরত ছিলেন এই আধিকারিকরা। সেই জন্যই তাঁরা সিবিআই নজরে এসেছেন। সারদা মামলায় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র বিরুদ্ধে সিবিআই–এর অভিযোগ ছিল, বেনিয়ম দেখলেও তাঁরা ব্যবস্থা নেননি। এ বার সেই অভিযোগের ভিত্তিতেই সেবি-র ৩ কর্তার অফিসে চালানো হল তল্লাশি।

error: Content is protected !!