করোনায় আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

করোনা আক্রান্ত হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। সোমবার সকালে তিনি নিজেই টুইট করে জানান যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। সদ্য মুখ্যমন্ত্রীর পদে বসা তিরথ সিং রাওয়াত টুইটে বলেন, “আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে। তবে আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। চিকিৎসকদের পরামর্শে আমি নিজেকে আইসোলেশনে রেখেছি।” দলের ভিতরেই ডামাডোলের কারণে এবং দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেছিলেন তিবেন্দ্র সিং রাওয়াত। এরপরই বিজেপির দলীয় বৈঠকে স্থির করা হয়, উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হবেন তিরথ সিং রাওয়াত। গত ১০ মার্চ তিনি মুখ্যমন্ত্রী পদে দায়িত্বগ্রহণ করেন। ক্ষমতায় বসার দুই সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হলেন তিনি।  উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে বসার পরই একাধিক মন্তব্যের কারণে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি মহিলাদের ছেঁড়া জিন্স পরা নিয়ে যেমন বিতর্কিত মন্তব্য করেছেন, তেমনই গতকালই রামনগরের একটি জনসভায় তিনি বলেন, “ভারত ২০০ বছর আমেরিকার শাসনে ছিল।” একইসঙ্গে লকডাউন চলাকালীন রেশন বন্টন ব্যবস্থাতেও পরিবারের কতজন সদস্য থাকবে, তা নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি।

error: Content is protected !!