আটলান্টিকের অতল থেকে উদ্ধার টাইটানের ধ্বংসাবশেষ

অবশেষে আটলান্টিকের অতল থেকে উদ্ধার টাইটান সাবমার্সিবলের ধ্বংসাবশেষ। বুধবার আটলান্টিক থেকে কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের বন্দরে সেই ধ্বংসাবশেষ তোলা হয়। টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে ১৬০০ ফুট দূরে সাবমার্সিবলের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ‘টাইটান’-র ধ্বংসাবশেষ উদ্ধারের পর বিবৃতি জারি করে কানাডার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, ‘উদ্ধার কাজ প্রায় শেষের দিকে। সমুদ্রের নিচ থেকে টাইটানের অধিকাংশ ধ্বংসাবশেষই তুলে নেওয়া হয়েছে। আরও কিছু অংশ পড়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’মার্কিন কোস্টগার্ড কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, ধ্বংসাবশেষের মধ্যে মৃত যাত্রীদের দেহের সন্ধানও মিলেছে। দেহাবশেষ পরীক্ষার জন্য আমেরিকার মেডিক্যাল টিমের কাছে পাঠানো হবে।  উল্লেখ্য, গত ১৮ জুন ওশানগেটের এই সাবমার্সিবল যাত্রা শুরু করেছিল। প্রথম ২ ঘণ্টার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শোনা যায়, সমুদ্রের নিচে বিস্ফোরণের জেরে টাইটানের ৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। ১০ দিন তল্লাশি অভিযান চালানোর পর, অবশেষে খুঁজে পাওয়া গেল সাবমার্সিবলের ধ্বংসাবশেষ।