নন্দীগ্রামে মমতার পায়ে আঘাত নিয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

মনোনয়ন জমা দেওয়ার পরে নন্দীগ্রামে জনসংযোগে গিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনা নিয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি শরদ আনন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিয়ে আবেদনকারীদের কলকাতা হাইকোর্টে মামলা করার পরামর্শ দিয়েছে। বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আইনজীবী বিবেক নারায়ণ শর্মা এই মামলা দায়ের করেছিলেন। গত ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরে জনসংযোগে বেরিয়ে বিরুলিয়া বাজারের কাছে ‘আঘাত’ পান তৃণমুল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চোট পাওয়ার পরেই তিনি চক্রান্তের অভিযোগ তুলেছিলেন। যদিও বিজেপি সহ রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার ঘটনাকে ‘নাটক’ বলে আখ্যা দেওয়া হয়েছিল। মমতার চিকি‍ত্‍সা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বঙ্গ বিজেপির পক্ষ থেকে গোটা ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছিল। ভোটের মুখে ওই ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপারকে বদলির পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কেও সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন।

error: Content is protected !!