মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী

সকাল থেকেই নজরে নন্দীগ্রাম. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপোধ্যায় এই কেন্দ্র থেকে  মনোনয়ন জমা দিয়েছেন আগেই। এবার সেখানে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির পোস্টার বয় শুভেন্দু কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে জনসভা করেন। ছিলেন স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রদান। নন্দীগ্রামের দুই মন্দিরে পুজোও দিয়ে তারপর মনোয়ন জমা দেন ।

error: Content is protected !!