সরকারি কর্মীদের নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করা যাবে না, জানাল শীর্ষ আদালত
আজ সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়ে দিয়েছে যে সরকারি কর্মীদের নির্বাচন কমিশনার হিসাবে আর নিযুক্ত করা যাবে না। এমন এক সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত হবে বলে মত দেওয়া হয়েছে। সাফ ভাষায় শীর্ষ আদালত জানাল যে দেশের সরকারি কর্মীদের কোনও জায়গা তেই নির্বাচন কমিশনারের পদে রাখা যাবে না। এদিনের রায়ে কমিশন জানিয়েছে, কোনও সরকারি কর্মীকে বাড়তি নির্বাচন কমিশনরারের দায়িত্ব দেওয়া কমিশনের কর্মকাণ্ডকে নিয়ে মশকরা করার সামিল। ঋষিকেশ রায়, বিআর গভাই,রোহিন্টন নারিম্যানের একটি জাস্টিস বেঞ্চ এদিন এমন রায় দিয়েছে। এর আগে হাইকোর্টের রায় ছিল যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কখনওই আপোশের বিষয় নয়। স্পষ্ট বার্তায় সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্বাচন কমিশনার একজন নিরপেক্ষ ব্যক্তি হবেন। শীর্ষ আদালতের বক্তব্য, কোনও রাজ্য এমন কাউকে নির্বাতন কমিশনার হিসাবে রাখতে পারেনা, যিনি সরকারি পদে রয়েছেন। প্রসঙ্গত, বম্বে হাইকোর্টের একটি নির্দেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটি আবেদনের মামলা আসে। তার প্রেক্ষিতেই এদিন রায় দিয়েছে আদালত। সেই প্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে দেশের সাংবিধানিক নিয়ম মেনে নিরপেক্ষতাকে আগে জায়গা দিতে হবে।