
২৮ দিন নয়, কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ৮ সপ্তাহের ব্যবধান থাকবে, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে, শুরুতে এমনটাই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই নিয়ম এখনও আছে, শুধু সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকার ক্ষেত্রে দুটি ডোজের মাঝের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ঘোষণা করেছে, অক্সফোর্ডের টিকা তথা সেরামের কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নেওয়ার অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে হবে। অর্থাত্ টিকার দুটি ডোজ নেওয়ার মাঝের সময় আর ২৮ দিন নয়, তা বেড়ে হতে চলেছে ৪২ দিন অথবা ৫৬ দিন। তবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকার ক্ষেত্রে এই নিয়ম নয়, শুধুমাত্র কোভিশিল্ডের ক্ষেত্রেই এই নিয়ম থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।