এবার তৃতীয় দফার ভোটে ৩ জেলার ৩১ কেন্দ্রে জারি ১৪৪ ধারা, পর্যবেক্ষকদের কড়া নির্দেশ
এবার তৃতীয় দফার ভোটের আগে ১৪৪ ধারা জারি। দ্বিতীয় দফায় শুধুমাত্র নন্দীগ্রাম ও তমলুকে ১৪৪ ধারা জারি করেছিল কমিশন। কিন্তু তৃতীয় দফায় তিন জেলার মোট ৩১টি কেন্দ্রেই জারি করা হল ১৪৪ ধারা। তৃতীয় দফার ভোটগ্রহণ মঙ্গলবার ৩ জেলার ৩১ বিধানসভা কেন্দ্রে। দক্ষিণ ২৪ পরগনায় ১৬, হাওড়ার ৭ এবং হুগলির ৮টি আসনে হবে ভোট। ওই সমস্ত বিধানসভা এলাকায় সোমবার সন্ধে ৬টা থেকেই জারি করা হল ১৪৪ ধারা। দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি বুথই স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে। বুথের ২০০ মিটার পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। নিরাপত্তায়, সর্বাধিক ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই জেলায়। অন্যদিকে হাওড়া ও হুগলির প্রতিটি বুথের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন।