
এবার অভিষেকের শ্যালিকার স্বামীকে তলব করল সিবিআই
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা, শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়েরI নজরে এবার মেনকার স্বামী। সূত্রের খবর, লন্ডনে মেনকার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী ও শ্বশুরকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৫ তারিখ তাঁদের নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই নোটিসের বিষয়ে অবশ্য মেনকা কিংবা তাঁর স্বামী অঙ্কুশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার, সিবিআইয়ের তলব পেয়ে মেনকার স্বামী এবং শ্বশুর হাজিরা দেন কি না। হাজিরা দিলেও তাঁদের থেকে এই সংক্রান্ত আর কী কী তথ্য সিবিআইয়ের হাতে আসে।