বনগাঁ শাখায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল

বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল। চাঁদপাড়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি বাঁধে। যার জেরে শনিবার দুপুর তিনটে থেকে বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল। যার জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।  ওভারহেড তার মেরামতির কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে খবর। জানা গেছে, এদিন দুপুর তিনটে নাগাদ হঠাৎই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। যার জেরে বনগাঁ শাখার চাঁদপাড়া স্টেশনের কাছে ওভারহেড তারের উপর গাছ ভেঙে পড়ে। তার পর থেকে বনগাঁ শাখায় আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

error: Content is protected !!