বিহারে এক পরিবারের ৫ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

পাটনা: বিহারে সুপৌল জেলায় একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই পরিবারের সকলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মৃতদের মধ্যে স্বামী-স্ত্রী, তাঁদের দুই কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার গভীর রাতে ওই পরিবার তাঁদের বাড়ির একটি ঘরে একসঙ্গে আত্মহত্যা করেছে। প্রতিবেশিরা শনিবার দুর্গন্ধ অনুভব করলে খবর দেয় এলাকার প্রধানকে। প্রধান ও তাঁর সঙ্গীরা এসে বাড়ির দরজার তালা ভেঙে ওই পাঁচ জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসীদের অনুমান আর্থিক অনটনের কারণেই এই পথ বেছে নিয়েছে ওই পরিবার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

error: Content is protected !!