করোনা পরিস্থিতিতে চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার বিষয়ে সায় দিল রাজ্য সরকার

করোনা পরিস্থিতিতে চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়ার বিষয়ে সায় দিল রাজ্য সরকার । শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে একথা জানিয়েছে রাজ্য সরকার, সূত্রের খবর এমনটাই। উল্লেখ্য, শুক্রবার হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়, চার পুরসভার ভোট চার থেকে ছ’ সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা সেই বিষয়ে জানাতে। এর জন্য আদালতের তরফে দেওয়া হয়েছিল ৪৮ ঘণ্টা সময়। এরই মধ্যে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্য জানিয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকমভাবে প্রস্তুত রাজ্য। তবে বিধাননগর , চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল এই চার পুরসভার ভোট পিছিয়ে দিলে আপত্তি নেই। হাইকোর্ট নির্বাচন কমিশন ও হাইকোর্টকে প্রশ্ন করে, করোনা পরিস্থিতিতে আদৌ কি চার পুরসভায় ভোট করানো সম্ভব? এছাড়াও যদি ভোট পিছিয়ে দিতে হয়, তাহলে সে বিষয় নিয়ে কে সিদ্ধান্ত নেবে? বিজ্ঞপ্তি জারির পর নির্বাচন স্থগিত কী ভাবে সম্ভব সেই প্রশ্নও করে আদালত। এবার রাজ্য সরকার কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে কোভিড পরিস্থিতির মোকাবিলা করছে রাজ্য। বাংলার করোনা পরিস্থিতি মোকাবিলা সম্ভব। কিন্তু, যদি নির্বাচন কমিশন ভোট পিছিয়ে দিতে চায় সেক্ষেত্রে রাজ্যের আপত্তি নেই।

error: Content is protected !!