মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই আইনি পদক্ষেপ, কড়া নির্দেশিকা নবান্নের

 পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্ব না দিয়ে অনেকেই এখনও মাস্ক ছাড়াই বেরিয়ে পড়ছেন রাস্তায়। কেই আবার থুতনিতেই রাখছেন মাস্ক। সেই কারণেই এবার মাস্ক না পড়লেই কড়া শাস্তির নির্দেশ দিল নবান্ন । শনিবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও ব্যক্তি মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।  শারীরিক দূরত্ববিধি না মানলেও নেওয়া হতে পারে কঠোর পদক্ষেপ। ওই নির্দেশিকায় ২০০৫ সালের দুর্যোগ বিপর্যয় আইনের ৫১ ধারাতেও পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশ আধিকারিকদের।  অর্থাৎ শক্তহাতে করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে রাজ্য। 

error: Content is protected !!