গড়িয়াহাটে স্কুল ছাত্রীকে সাহায্য করার অছিলায় ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ২

গড়িয়াহাটের কাছে এক স্কুল ছাত্রীকে টেনে হিঁচড়ে, মারধর করে ব্যাগ ছিনতাই করার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল গড়িয়াহাট থানার পুলিস। ঘটনাটি সোমবার রাতের। পুলিস সূত্রে খবর, ওই ছাত্রী মায়ের সঙ্গে টিউশন থেকে ফিরছিলেন। রাস্তায় তাদের স্কুটারটি খারাপ হয়ে যায়। সেই সময় সাহায্যের নাম করে দুই বাইক আরোহী এগিয়ে আসে। কিছুদূর যেতেই তারা ছাত্রীটির ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গিয়ে আহত হয় ওই ছাত্রী। তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। কিন্তু ততক্ষণে পগার পার অভিযুক্তরা। যদিও থানায় অভিযোগ দায়ের করায় শেখ ফারদিন আলি ও শেখ ইমরান আলি নামক দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করা ব্যাগটি। তদন্তে নেমে প্রথমে গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । আর সেই ফুটেজ দেখেই গোটা ঘটনাটি স্পষ্ট হয়। এই ঘটনায় তিলজলা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ, ঘটনার সময় তাদের কাছে যে বাইক ছিল, সেটিও বাজেয়াপ্ত করে গড়িয়াহাট থানার পুলিশ ।

error: Content is protected !!