ভাঙড় থেকে আগ্নেয়াস্ত্র-বোমা সহ গ্রেপ্তার ৪
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র, বোমা এবং গুলি। আর তা উদ্ধার হল একটি বাড়ি থেকে। ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ভাঙর থানার পুলিস। এর জেরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের সিতুড়ি এলাকায়। জানা গিয়েছে, গতকাল সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিস সিতুড়ির জলিল মোল্লা নামক এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে চারটি বোমা একটি ওয়ান শাটার এক পিস গুলি লাঠি দা হাসুয়া বোমা তৈরির সরঞ্জাম সহ কিছু ধর্মীয় বই উদ্ধার করে। পুলিস জানিয়েছে, জলিল মোল্লার ছেলে পলাতক। অন্যদিকে ভাঙড় থানার কাচডিহা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন জাহাঙ্গীর মোল্লা, রবিউল মোল্লা, মফিজুল মোল্লা। তাদের কাছ থেকে একটি বন্দুক, লোহার রড এবং ছুরি উদ্ধার হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এই চারজনই আইএসএফ সমর্থক কিনা তা খতিয়ে দেখছে পুলিস।