তারকেশ্বরের লজ থেকে উদ্ধার পরকীয়ায় জড়িত যুগলের দেহ

তারকেশ্বর থেকে পরকীয়ায় জড়িত যুগলের দেহ উদ্ধার। হুগলির তারকেশ্বরের একটি লজে ঝুলন্ত অবস্থায় তাদের দেখা যায়। যুগলের মৃত্যুর খবর শুক্রবার বেলা বাড়তেই জানাজানি হয়। তারপরই মন্তেশ্বর থানার লোহার গ্রামে নামে শোকের ছায়া। নিহতেরা হল বছর ছাব্বিশের বাপন ঘোষ এবং পঁচিশ বছর বয়সি পূজা মাঝি। মন্তেশ্বর থানার লোহার গ্রামে তাঁদের বাড়ি। বাপন ও পূজা দু’জনেই বিবাহিত। দু’টি করে সন্তানও ছিল তাঁদের। শুক্রবার তারকেশ্বর থেকে মন্তেশ্বর থানার পুলিশের কাছে লোহার এলাকার বাসিন্দা ওই যুগলের মৃত্যুর খবর আসে। এরপরেই মন্তেশ্বর থানার পুলিশ মৃতদের পরিবারকে দুঃসংবাদটি জানায়।

error: Content is protected !!