মুক্তি পেল সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’র প্রথম পোস্টার
আজ মুক্তি পেল সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’র প্রথম পোস্টার। ‘সাইনা’ ছবির পরিচালক আমোল গুপ্তে। ছবিতে সাইনার ভূমিকা অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। যদিও পোস্টারে দেখা দেননি পরিণীতি। পোস্টারে দেখা যাচ্ছে হাতে ‘তিরঙ্গা-র রঙে এক রিস্ট ব্যান্ড বাঁধা হাত। আর সেই হাত ছুঁতে চলেছে শাটল কক। ক্যাপশনে হিন্দিতে লেখা ‘মার দুঙ্গি’ অর্থাৎ ‘মেরে দেব’। ফিল্ম রিলিজের তারিখ […]
আরও পড়ুন