কেন্দ্রের জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী

জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগদানের পরপরই পুরষ্কার হিসাবে শুভেন্দু অধিকারীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে, জুট কর্পোরেশনের চেয়ারম্যান করেছিল বিজেপি সরকার। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের প্রস্তাবিত এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে গত ৪ জানুয়ারি শুভেন্দুর নিয়োগে সম্মতি দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কমিটি। নিয়োগপত্র অনুযায়ী তাঁর মেয়াদ ছিল ৩ বছর। তাঁকে অস্থায়ী বা পার্ট টাইম চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়। তবে এই পদই আচমকাই ছেড়ে দিলেন শুভেন্দু।  কী কারণে এই সিদ্ধান্ত তা এখনও জানা যায়নি। যদিও দলের তরফে কৈলাস বিজয়বর্গীয়র দাবি ‘নির্বাচন নিয়ে ব্যস্ততা বাড়ছে। সেই কারণেই শুভেন্দু ইস্তফা দিয়েছেন।

error: Content is protected !!