
শান্তিকুঞ্জে লকেটের আগমনে শিশিরের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে
২ ছেলে আগেই বিজেপি–তে যোগ দিয়েছেন। এবার কি তবে তিনিও? তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে নিয়ে কিন্তু ফের জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ আজ তাঁর বাড়ি শান্তিকুঞ্জে এসেছেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুধু এসেছেন, তা নয়, রীতিমতো পাতপেড়ে বসে খেয়েছেন। খোশমেজাজে গল্পগুজব করেছেন। বাড়ির সকলের সঙ্গেও কথাবার্তা বলেছেন বিজেপি সাংসদ। ঘরোয়া আবহে। কেন বর্ষীয়ান এই রাজনীতিকের বাড়িতে হঠাৎ এলেন লকেট? কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী। সেই সভার জন্যই স্থানীয় সাংসদকে আমন্ত্রণ জানাতে এসেছেন। একথা নিজেই জানিয়েছেন লকেট। বলেছেন, ‘কাঁথিতে এই প্রথম মোদিজি আসছেন। শহরের প্রবীণতম রাজনীতিককে প্রণাম করে সভার প্রস্তুতি শুরু করতে চাই। ওঁর পরামর্শ এবং আশীর্বাদ চাই আমরা।’ তবে কি এই সভাতেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি–তে যোগ দেবেন শিশির অধিকারী? শিশিরকে আমন্ত্রণ জানানোয় জল্পনা তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই। প্রশ্ন উঠছে, ওই সভাতেই বিজেপি–তে যোগ দেবেন তিনি? শুভেন্দুর বাবা শিশির অধিকারী অবশ্য এই নিয়ে মুখ খোলেননি।