কয়লা কাণ্ডে এবার রেল ৩ পদস্থ কর্তাকে তলব করল সিবিআই

আসানসোলঃ কয়লা কাণ্ডে এবার রেল আধিকারিকদের তলব করল সিবিআই । সূত্রের  খবর, আগামী বৃহস্পতিবার আসানসোলের সিনিয়র ডিসিএম, চিফ কন্ট্রোলার ও বারাবনির স্টেশন ম্যানেজারকে নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। সূত্রের খবর, ২০১৯ সালের ডিসেম্বর মাসে বারাবনি স্টেশন চত্বরে প্রচুর বেআইনি কয়লা মজুত করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী দল জানতে পেরেছে যে রেলের মাধ্যমে এই বেআইনি কয়লা বিভিন্ন জায়গায় যায়। অন্ডাল থেকে সীতারামপুর যাওয়ার লাইনে বারাবনি। ওই সব খনি অঞ্চল থেকে বেআইনি কয়লা পাচার হয় রেলের মাধ্যমে, এই বেআইনি কয়লা কী পদ্ধতিতে বুকিং হয়, কোথায় যায়, কোন সংস্থার নামে বুকিং করা হয়, কোথায় কীভাবে ওজন হয়, সে সম্পর্কে জানতেই রেলকর্তাদের তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানানো হয়েছে। ডিভিশনের সব লোডিং-আনলোডিং নিয়ন্ত্রণ করে সিনিয়র ডিসিএম। মালগাড়ি দেওয়ার দায়িত্ব, মাল তদরকির দায়িত্ব থাকে চিফ কন্ট্রোলার ও স্টেশন মাস্টারের হাতে। তাই তাঁদের তলব করা হয়েছে। পরে আরপিএফ কর্মীদেরও ডাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

error: Content is protected !!