এবার অশোকনগরে ভোটারদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, আহত ২
শীতলকুচির পর এবার অশোকনগর ৷ বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ। বিজেপি প্রার্থী দাবি করেছেন তাঁর গাড়ি অশোক নগরের ১২ নম্বর বুথের কাছে পৌঁছতেই বোমাবাজি শুরু হয়। ভোটারদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । ঘটনায় সাজারউদ্দিন ও খাবিরুল ইসলাম নামে ২জন ভোটারের গুলি লেগেছে বলে স্থানীয়দের দাবি । তাঁদের বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে । উত্তর ২৪ পরগনার অশোকনগর ডিগরা পঞ্চায়েতের টেংরা ৭৯ ও ৮০ নম্বর বুথের ঘটনা । যদিও, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ৷
প্রতীকী ছবি।