বুথের ভিতর পোলিং অফিসারের মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি
ভোট শুরুর আগেই বিপত্তি পূর্বস্থলীতে।ভোট শুরুর আগে মক পোলিং চলছিল পূর্বস্থলী ১ নম্বর দোল গোবিন্দপুর জিএসপিএ প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ নম্বর বুথে। মক পোলের সময় হঠাৎই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বলে অভিযোগ। এর পরই চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, থার্ড পোলিং অফিসার অর্কজিৎ ভট্টাচার্য মক পোল শেষে বলেন, “জয় শ্রীরাম সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে।” এ কথা বলার পরই তৃণমূলের বুথ এজেন্ট আপত্তি জানান। নির্বাচনের দায়িত্বে থাকা কোনওভাবেই এজন পক্ষপাতদুষ্ট ব্যক্তির থাকা উচিত নয় বলে সরব হন তৃণমূলের এজেন্ট। নালিশ জানানো হয় কমিশনে। এরপরই ওই বুথের থার্ড পোলিং অফিসার সৌম্যজিৎ ভট্টাচার্যকে সরিয়ে দেয় কমিশন।