ছত্তিসগড়ে চিমনি ভেঙে পড়ে মৃত ৮, আটকে আরও ২৫, চলছে উদ্ধার কাজ
ছত্তিসগড়ের মুঙ্গেলি জেলায় একটি নির্মীয়মান কারখানায় বড় মাপের দুর্ঘটনা। ভেঙে পড়ল একটি বিশাল চিমনি। প্রাথমিকভাবে আট শ্রমিকের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। যদিও এই তথ্য সরকারিভাবে নিশ্চিত করা যায়নি। এ ছাড়া আরও অন্তত ২৫ জন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার সারগাঁও থানা এলাকার রামবোদ এলাকায় একটি লোহার পাইপ তৈরির কারখানায় ওই চিমনিটি নির্মাণ করা হচ্ছিল। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে সেটি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নেমে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিলাসপুর, পেন্দ্রা, রায়গড় এবং জাঞ্জগির-চম্পা-সহ নিকটবর্তী জেলাগুলি থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর বেশ কয়েকটি দলকে ঘটনাস্থলে আনা হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন স্থানীয় উদ্ধারকর্মী এবং স্থানীয় গ্রামবাসীরাও। এক পুলিশ কর্তা জানিয়েছেন, যত বেশি সম্ভব মানুষের প্রাণ রক্ষা করাটাই তাঁদের অগ্রাধিকার। সরকারিভাবে হতাহতের সংখ্যা ঘোষণা না করা হলেও, পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, যত উদ্ধারকাজ এগোবে, তত মৃতের সংখ্যা বাড়বে। ভেঙে পড়া চিমনিটির ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে আছেন বলে জানিয়েছেন তাঁরা।