সভামঞ্চে বেজে উঠল জাতীয় সংগীত, হুইলচেয়ার ছেড়ে ভাঙা পা নিয়ে এক পায়েই উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

গত ১০ মার্চ নন্দীগ্রামে পায়ে চোট লেগেছিল৷। পায়ে চোট ২০ দিন ধরে। তবে মনের জোরের কাছে হার মেনেছে সেই শারীরিক যন্ত্রণা। তাই ১৪ মার্চ থেকে ৩০ মার্চ – এতগুলো দিন টানা প্রচার করে গিয়েছেন হুইলচেয়ারে বসে, জেলায় জেলায় ঘুরে। আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট। তার আগে মঙ্গলবারই ছিল প্রচারের শেষদিন। ওইদিন বিকেলে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ের জনসভাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সভা। সমাপ্তির সময় মঞ্চে বেজে ওঠে জাতীয় সংগীত। সঙ্গে সঙ্গে প্রায় প্রতিবর্ত ক্রিয়ার টানেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষণিকের জন্য ভুলেই গিয়েছিলেন, তিনি আহত, তাঁর পায়ে আঘাত। যদিও তারপর সকলের সাহায্য নিয়ে এক পায়েই কোনওক্রমে উঠে দাঁড়ান। গলা মেলান ‘জনগণমন অধিনায়ক’এর সুরে।

error: Content is protected !!