শীর্ষ আদালতের ‘‌ধমক’‌ খেতেই কমল দাম, রাজ্য সরকারকে ৩০০ টাকায় টিকা বেচবে সেরাম

রাজ্য সরকারের জন্য টিকার দাম কমাতে বাধ্য হল সেরাম ইনস্টিটিউট। ডোজ প্রতি টিকার দাম কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি হাসপাতালের জন্য আলাদা হওয়ায় দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছিল। মামলা সুপ্রিম কোর্টে গড়াতেই পিছু হটে সেরাম জানাল, রাজ্য সরকারকে ৩০০ টাকায় টিকার ডোজ বেচবে তারা। জীবন বাঁচাতেই এই পদক্ষেপ, টুইটারে জানিয়েছেন সংস্থার কর্ণধার আদর পুনাওয়ালা। সপ্তাহ খানেক আগে সেরাম জানায়, ডোজ প্রতি রাজ্য সরকারকে ৪০০ টাকায় আর বেসরকারি হাসপাতালরে ৬০০ টাকায় কোভিশিল্ড বেচবে তারা। তার কিছু দিন পর ভারত বায়োটেকও জানায়, রাজ্য সরকারকে ৬০০ টাকায় এবং বেসরকারি হাসপাতালকে ১২০০ টাকায় কোভ্যাকসিনের ডোজ বেচবে তারা। এক দেশে টিকার দু’‌রকমের দাম নিয়ে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য তৃতীয় দফার টিকাকরণ শুরু হওয়ার আগে কেন্দ্রও দুই সংস্থার কাছে দাম কমানোর আর্জি জানায়। বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টেও। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, দেশে বর্তমানে জাতীয় বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে।

error: Content is protected !!