গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৯ হাজার ৮১৯
গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে ৯ হাজার ৮১৯ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে ৪৬ জনের যা এই বছরে সর্বাধিক। করোনার প্রথম ঢেউ যখন চরমে তখন দৈনিক মৃত্যু হত ৫০-এর আশেপাশে। এর পাশাপাশি উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতার হার। ৯০ শতাংশের নীচে নেমে তা হয়েছে ৮৯.৮২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা ৫০ হাজার ৪৪। যত সংখ্যক পরীক্ষা হয়েছে তার মধ্যে ১৯.৬২ শতাংশ মানুষই সংক্রামিত হয়েছেন এই ভাইরাসে।