করোনার জের, মেট্রোর সংখ্যা কমছে সোমবার থেকে

দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমন। এই রকম অবস্থায় এদিন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিলে আগামী সোমবার থেকে ট্রেনের সংখ্যা কমতে চলেছে। এদিন মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে কাজের দিন ২৫৮টি ট্রেনের পরিবর্তে চলবে ২৩৮টি ট্রেন। শনি ও রবিবারও কম ট্রেন চালানো হবে। শনিবার ২১৮টি ও রবিবার মাত্র ১০০টি ট্রেন চালানো হবে। করোনার বাড়বাড়ন্ত শুরু হতেই মেট্রোতে যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে। তাই মেট্রোতে ট্রেনের সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোর আধিকারিকরা বলছেন, যাত্রী কম বলেই কমানো হচ্ছে মেট্রোর রেক। তবে মেট্রো সূত্রে জানা গিয়েছে, মেট্রো রেলের বেশ কিছু চালক, গার্ড, কর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। আর তার জেরেই সোমবার থেকে মেট্রোতে ট্রেনের সংখ্যা কমাতে বাধ্য হয়েছে কৃর্তৃপক্ষ। যাত্রীরাও অবশ্য মানছেন, বর্তমানে যেভাবে করোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প সে অর্থে কিছু নেই। আর গাড়ির সংখ্যা কমলে মেট্রোয় ভিড়ও কিছুটা কমবে। যা পরোক্ষভাবে সামাজিক দূরত্ব মানতে সাহায্য করবে বলেই মনে করছেন তাঁরা। সোমবার থেকে তাই মেট্রো রেলের সময়সূচিতেও বদল আনা হয়েছে। ওইদিন থেকে সকাল ৮:৫৪ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে আপ প্রান্ত থেকে। ডাউনে সেটাই ছাড়বে সকাল ৯টার সময়। ট্রেন চলাচলের ক্ষেত্রে সময়ের ব্যবধান কমানো হয়নি কাজের দিনে, তবে শনিবার ৭-৮ মিনিটের ব্যবধানে ও রবিবার ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন চালানো হবে। কবি সুভাষ ও দমদম থেকে লাস্ট ট্রেন ছাড়বে রাত ৯টা ১০ মিনিটে। দক্ষিনেশ্বর থেকে শেষ ট্রেন ছাড়বে ৮:৫৮ মিনিটে।

error: Content is protected !!