ভোট হবে কিন্তু আজ থেকেই বাতিল বড় জনসভা ও রোড-শো, ঘোষণা নির্বাচন কমিশনের

আজ সন্ধে ৭টা থেকেই এই নির্দেশ কার্যকর হবে

 ষষ্ঠ দফার ভোট গ্রহণ বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়েছে। তার পরই বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই রাজ্যে ভোট পরিস্থিতিতে করোনা বিধি মেনে চলার ব্যাপারে কমিশন গাফিলতি করেছে বলে ভর্ত্‍সনা করেছিল কলকাতা হাইকোর্ট। তারপরই বৃহস্পতিবার করোনা পরিস্থিতিতে ভোটের প্রচারে নতুন নির্দেশ জারি করল কমিশন। বাকি দুই দফার ভোট। কিন্তু তার আগে প্রচারের জন্য আর কোনও রোড শো, পদযাত্রা করা যাবে না। বড় জনসভাও করা যাবে না। ছোট সভা করা যাবে। তাতে ৫০০ জনের বেশি জমায়েত থাকতে পারবে না। কমিশনের সচিব রাকেশ কুমার এদিন সন্ধ্যায় বিশেষ নির্দেশ জারি করে জানিয়েছেন, কোনও জনসভা বা পদযাত্রার আগাম অনুমতি নেওয়া হলে তাও প্রত্যাহার করে নেওয়া হল।
শুক্রবার বাংলায় প্রচারে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু এদিন বিকেলে বিজেপি জানিয়ে দেয়, কোভিড মোকাবিলায় বিশেষ বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। তাই শুক্রবারের সভা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী সভা বাতিল সংক্রান্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশও জারি হয়ে যায়। রাকেশ কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। অর্থাত্‍ শুক্রবার থেকে আর কোনও রোড শো বা পদযাত্রা করা যাবে না। বড় সভাও করা যাবে না।

error: Content is protected !!