মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। তবে মনোনয়ন জমা দেওয়ার আগে তিনি তো কোনও মন্দিরে যাননি। তিনি মিছিল করে এসেছে। তাদের মিছিলে স্লোগান ছিল বেকারের চাকরি চাই, কৃষকে ফসলের ন্যায্য দাম চাই। এটাই আমাদের সঙ্গে বিজেপি ও তৃণমূলরের পার্থক্য। আশা করছি মানুষ এটা বুঝবেন।