![](https://sangbadamebangla.com/wp-content/uploads/2021/03/হাইভোল্টজ-নন্দীগ্রামে-শাহ-অমিত-শাহ-ও-মিঠুনের-জোড়া.jpg)
হাইভোল্টজ নন্দীগ্রাম, অমিত শাহ ও মিঠুনের জোড়া রোড-শো, হুইল চেয়ারে বসেই প্রচারে ঝড় তুলতেন মমতা
১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে শুভেন্দু অধিকারী। ফলে রাজ্য রাজনীতি তো বটেই, গোটা দেশেরও নজর রয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে জয়ী করতে মঙ্গলবার রাজ্যে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দুকে সঙ্গে নিয়েই রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অমিত শাহ যখন শুভেন্দুর সমর্থনে নন্দীগ্রামে রোড শো করছেন, সেই সময় সোনাচূড়ায় নির্বাচনী জনসভায় হাজির হন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত রোড-শো টানা ৩ কিলোমিটার হুইলচেয়ার করেই রোড শো করলেন তৃণমূল নেত্রী। কড়া গরমে হুইল চেয়ারে বসেই নির্বাচনী সভায় হাজির হন মমতা।
![](https://banganews.net/wp-content/uploads/2021/03/etete.jpg)
![](https://banganews.net/wp-content/uploads/2021/03/নন্দীগ্রামে-দিদিকে-হারালেই-গোটা-রাজ্যে-পরিবর্তন-p.jpg)