দেশ করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা by সংবাদ AME বাংলা 24X 7 প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি ও বর্ষীয়ান কংগ্রেস নেত্রী করুণা শুক্লা। প্রাক্তন এই সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়ে ছত্তিশগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/