সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক! ভিডিও ফাঁস হতেই পদত্যাগ বিজেপি মন্ত্রীর

সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ ওঠায় এবং তার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় পদত্যাগ করলেন বিজেপি শাসিত কর্নাটকের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ জারকিহোলি।  ওই মহিলার সঙ্গে অপ্রস্তুত অবস্থায় রমেশের একটি ভিডিও সামনে এসেছে। এর ফলে ফের এক বার অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরের। বাধ্য হয়ে পদত্যাগ করতে হয়েছে রমেশকে। সমাজকর্মী দীনেশ কালাহল্লি ওই ভিডিয়োটি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বিদ্যুৎ দফতরে চাকরির লোভ দেখিয়ে ওই তরুণীকে ফুঁসলিয়ে সহবাসে বাধ্য করেছিলেন রমেশ। তরুণীর পরিবারের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। বেঙ্গালুরুর কব্বন পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে।

error: Content is protected !!