‘মুক্তিযুদ্ধে শামিল হয়েছিলাম, সহযোদ্ধাদের সঙ্গে অনশন করেছিলাম, জেলেও গিয়েছিলাম’, ঢাকায় এসে বললেন নরেন্দ্র মোদি

শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী ঢাকার প্যারেড গ্রাউন্ড থেকে বাংলাদেশের সাধারণ ছাত্র থেকে পুঁজিপতি-নানা বর্গের জন্য রইল নানা দরাজ ঘোষণা। শেখ মুজিবুর রহমানেকে শ্রদ্ধা জানিয়ে নরেন্দ্র মোদি স্মরণ করলেন মুক্তিযুদ্ধের সেই আগুনঝরা দিনগুলিকে, সেই ইতিহাসে জুড়ে দিলেন নিজেকেও। নরেন্দ্র মোদি আজ বলেন, “২০-২২ বছর বয়সে আমি এবং আমার কয়েক জন বন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে শামিল হয়েছিলাম। অনশন করেছি। জেলেও যেতে হয়েছে। এই স্বাধীনতার জন্যে আমাদের বুকেও ততটাই অপেক্ষা ছিল যতটা আপনাদের ছিল।” নরেন্দ্র মোদি আজ বলেন, “২০-২২ বছর বয়সে আমি এবং আমার কয়েক জন বন্ধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে শামিল হয়েছিলাম। অনশন করেছি। জেলেও যেতে হয়েছে। এই স্বাধীনতার জন্যে আমাদের বুকেও ততটাই অপেক্ষা ছিল যতটা আপনাদের ছিল।”

error: Content is protected !!