গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। সেই সঙ্গে রেকর্ড হারে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টা করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ২৬৩ জনের। আজকের এই পরিসংখ্যান গতকালের তুলনায় ১৭ হাজার বেশি! এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫। মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জন। পাশাপাশি, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরেও উঠেছেন ১ লক্ষ ৯৩ হাজার ২৭৯ জন। সবমিলিয়ে দেশে মোট অ্যাকটিভ কেস একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬ জন।