দাবানলে জ্বলছে গোটা লস অ্যাঞ্জেলস, মৃত ৫, ঘর ছাড়া বহু মানুষ

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস দাবানলের কবলে। দাউদাউ করে জ্বলছে গোটা শহর। গত মঙ্গলবার ৭ জানুয়ারি থেকেই আগুন ছড়িয়েছে। ইতিমধ্যেই ৫ জন প্রাণ হারিয়েছেন এবং ঘরছাড়া হাজার হাজার মানুষ। বাদ যাননি হলিউড তারকারাও। নানা স্থানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে সরকারি উদ্যোগে। সমগ্র এলাকা জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্যালিফোর্নিয়ার প্যালিসাডেসের দাবানল এক হাজার বাড়িকে ধ্বংস করে দিয়েছে। অল্টাডেনায় এখনও ১০,৬০০ একর জায়গা জুড়ে জ্বলছে আগুন। বহু ধনকুবেরদের বাড়ি ধ্বংস করেছে এই সর্বগ্রাসী দাবানল। অ্যাকিউওয়েদারের রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত ৫৭ বিলিয়ন ডলারের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। হলিউডের বিখ্যাত সিনে-তারকা যেমন জেমি লি কার্টিস, মার্ক হ্যামিল, ম্যান্ডি মুর, জেমস উডস বাধ্য হন নিজের ঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে। ঘরছাড়ার সময় দাবানলের আতঙ্কে বহু মানুষ নিজেদের গাড়িও ছেড়ে চলে আসেন। আর সেই কারণে রাস্তায় যানজট দেখা দেয়। এরপরে পার্কিং করা গাড়িগুলিকে বুলডোজারের সাহায্যে তোলা হয়েছে। মূলত তীব্র বাতাসের গতির কারণেই দ্রুত ছড়িয়ে পড়েছে এই দাবানল। এক হাজারেরও বেশি মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে দাবানলে, বহু মানুষ এখন ঘরছাড়া। মঙ্গলবার বিকেলে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্ব দিকের একটি সংরক্ষিত বনাঞ্চলে হঠাৎ করেই আগুন ধরে যায়, আর সেই আগুন তৎক্ষণাৎ ২ হাজার একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। তীব্র গতির বাতাসের কারণে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। বুধবার ৮ জানুয়ারি বাতাসের গতিবেগ ছিল ১২৯ কিমি প্রতি ঘণ্টায়।

error: Content is protected !!