
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন
গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। যা গত দিনের তুলনায় ৫০ হাজার ১৯০ জন কম। মৃত্যু হয়েছে ৬১৪ জন রোগীর। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬৭ হাজার ৭৫৩ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২২ লক্ষ ৩৬ হাজার ৮৪২ জন।
#Unite2FightCorona#LargestVaccineDrive#OmicronVariant
— Ministry of Health (@MoHFW_INDIA) January 25, 2022
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/AVi1QSy8rc pic.twitter.com/scj06Lmuw6