প্রয়াগরাজের ত্রিবেনী সঙ্গমে শুরু সন্ধ্যা আরতি, লেজার শো
প্রয়াগরাজে পূর্ণকুম্ভ মেলা দোরগোড়ায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই প্রয়াগরাজে শুরু লেজার শো এবং সন্ধ্যা আরতি। ১৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভের মেলা। দেশ বিদেশ থেকে লাখ লাখ পুণ্যার্থীর সমাগম হতে চলেছে পুণ্য তীর্থে। আশা করা হচ্ছে, এ বছর ৪০ কোটি দর্শনার্থী আসতে পারেন মহাকুম্ভে। প্রশাসনিক আধিকারিকদের মতে, বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে সবচেয়ে বেশি আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এবছর মোট ২৭৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মহাকুম্ভ মেলায়। প্রত্যেকটি ক্যামেরা এআই প্রযুক্তি নির্ভর। প্রায় ৪০ কোটি পুণ্যার্থীর উপর নজরদারি চালানো হবে এই সিসি ক্যামেরাগুলির মারফত।